বুধবার, ১৪ মার্চ, ২০১৮

জীবন দেয়া দুই বাংলাদেশী বীর নারী পাইলট। ইউ এস বাংলা বিমানের পাইলট

নেপাল বিমান দুর্ঘটনা: জীবন দেয়া দুই বাংলাদেশী বীর নারী পাইলট।

পৃথুলা রশীদের দ্বিতীয় আন্তর্জাতিক ফ্লাইট।ফ্লাইটটিও ছিল কাঠমান্ডুতেই।পৃথুলার পাইলট হওয়া পরিবারের অনেকেই পছন্দ করেনি।জীবনের শঙ্কা রয়েছে এমন একটা পেশায় যে তিনি যোগ দেবেন এটা অনেকেই মেনে নিতে পারেনি। জয়েন করার পর থেকেই  এই ঝুঁকি। কিন্তু বেসিক্যালি, ও নিজে এই পেশায় যেতে চেয়েছিল,পৃথুলার মন ছিল খুবই অনুসন্ধিৎসু । নানা জিনিস সম্পর্কে তিনি জানতে চাইতেন।
ছেলে বেলায় তিনি একবার নিজের ওপর পরীক্ষা করে দেখতে গিয়েছিলেন যে মারা গেলে কেমন লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন