আপনার সব কাজে কেউ শত ভাগ ভাবে উৎসাহিত করবে না । বরং সমালোচনার জন্যে আপনি শত ভাগ লোক, আপনার গা ঘেষে যাওয়া লোকদের কেও পাবেন।
যেমন ধরেন কতিথ একটি প্রচলন গল্প আপনাদের একটু মনে করে দিচ্ছি,
এক লোক তার ছেলে কে নিয়ে সাথে একটি গাধাঁ নিয়ে মরু ভূমিতে হেঠে যাচ্ছে
পথে মধ্যে কিছু যাওয়ার পর এক জন লোক দেখে বলল আরে মশাই আপনি দেখি খুব খারাপ লোক ,এই ভাবে বাচ্ছাটা কে কষ্ট দিচ্ছেন , পরে লোকটির কথায় উনি বুঝতে পারলেন যে উনি নাইনছাফি কাজ করছেন ছেলে কে হুদায় কষ্ট দিয়ে যাচ্ছেন ।
কিছু দুর যাওয়ার পর কিছু লোক পাশ দিয়ে হেটে যাচ্ছে আর বলছে, ছেলে কেমন বিয়াদব
বৃদ্ধ বাবাকে হাটিয়ে নিয়ে যাচেছ , তখনই ছেলের মনে হলো ঠিকই বলল, তো ছেলে নেমে যাওয়ার পর সে তার বাবা কে গাধাঁর পিঠে উটিয়ে দিল ,কিছূ দুর যাওয়ার পর আবার একলোক মন্তব্য করলো কেমন বাবা ছেলে কে হাটাচ্ছে আর নেজে গাধার পিঠে আরাম করে বসে আছে,
লোকটির কথায় শুনে ,বাবা ছেলেকে গাধার পিঠে নিয়ে নিলো , কিছুদুর যাওয়ার পর এক লোক দেখে বলল ,আরে ভাই আপনারা কেমন মানুষ এই পশুকে এইভাবে কষ্ট দিচ্ছেন ,
উনি খুব দুঃখ পেলেন আর মনে মনে ভাবলেন এতকিছু শুনতে হচ্ছে থাকে ,
তারপর উনি গাধাঁ কে কাধে ঝুলিয়ে হাটা শুরু করলেন , এর পর ও মানুষের কথা বলা থেমেই নেয় ,বলে যাচ্ছে তো যাচ্ছে ।
তো আমাদের সমাজে ও এইসব লোকের অভাব নেই, আপনি যাই করেন সমালোচিত হবেন। তাই বলে থেমে থাকা যাবে না ।
এ্যাডমিন
youtube channel : chittainggabanana